ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দলের পাশাপাশি নতুন যুক্ত হওয়া পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সব হতাশা ছাপিয়ে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে দলটি।
প্রতিপক্ষের মাঠে রোববার (২০ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামে লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার।
ম্যাচের ৩৪ মিনিটে হ্যারি মাগুইরির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির আগে জ্যাডন স্যানচোর ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস।
ম্যাচের ৭০ মিনিটে ফ্রেদ ও ৮৮ মিনিটে এন্থনি এলেঙ্গা গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। ফলে ৪-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগে ২৬ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।